লালপুরে জোড়া মহিষ চুরি
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এক জোড়া মহিষ চুরি হয়েছে বলে জানা গেছে।
রোববার (৩০ জানুয়ারি ২০২২) ভোর রাতে চংধুপইল ইউনিয়নের নেঙ্গপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগি মৃত ওসমান আলীর ছেলে মো. জহির উদ্দিন বলেন, রোববার ভোর সাড়ে ৩টার দিকে তার বাড়ি থেকে দুইটি মহিষ (মূল্য অনুমানিক চার লাখ টাকা) অজ্ঞাতনামা ৪/৫ চোর পিকআপ ভ্যানে তুলে ত্রিপল দিয়ে ঢেকে নিয়ে যাওয়ার সময় টের পান। তিনি চিল্লাচিল্লি করতে থাকলে প্রতিবেশি মো. লালন ও রকি মোটরসাইকেল যোগে চোরদের পিকআপ ভ্যানের পিছু নেয়। ঈশ্বরপাড়া হয়ে সিরাজীপুর ফাঁকা মাঠ অতিক্রম করার সময় চোরেরা তাদেরকে গুলি করার হুমকি দিয়ে হাসুয়া দিয়ে কোপানোর জন্য উদ্যত হলে প্রাণের ভয়ে তারা পিছু হটে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য