লালপুরে ইমো হ্যাকিং চক্রের আরও ৪জন গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ইমো হ্যাকিং প্রতারক চক্রের আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ জানুয়ারি ২০২২) দিবাগত রাতে উপজেলার নাগশোষা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
লালপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগশোষা গ্রামের মৃত ঝন্টু সরদারের ছেলে মো. রুবেল সরদার (২৩), জাহঙ্গীর আলম নান্নুর ছেলে মো. অনিক ইসলাম (১৯), মৃত উসমান গনির ছেলে মো. নুর ইসলাম রুবেল (২৫) ও শ্রী স্বপন কুমারের ছেলে শ্রী শোবন কুমাকে (২৩) ইমো হ্যাকারদের বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর ২০২১ লালপুর থানা পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়।
লালপুর থানা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২১ লালপুরে ইমো হ্যাকারদের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলার নির্দেশ দেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। আদেশে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বরের আজকের পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে ‘দেশজুড়ে ইমোর মাধ্যমে প্রতারণা, কেন্দ্র লালপুর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের অপরাধ দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ও ৩৪ ধারার অধীনে আমলযোগ্য। এর সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা। এ প্রেক্ষিতে লালপুর থানার বিলমাড়ীয়াসহ পার্শ্ববর্তী এলাকায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, আটককৃতদের রোববার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। ইমো হ্যাকারদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় র্যাব, পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযানে ১৪৬ জন ইমো হ্যাকারদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে।
সাম্প্রতিক মন্তব্য