logo
news image

গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলমগীর হোসেন (২৪) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৯ জানুয়ারি ২০২২) ভোর রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার ভোর রাত পৌনে ৩টার দিকে কুজিপুকুর মধ্যপাড়া গ্রামের মো. আলমগীর হোসেন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পারলে তাকে উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

সাম্প্রতিক মন্তব্য