ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মো. দেলওয়ার হোসেন (৪৫) নামে এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি ২০২২) রাতে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা ঈশ্বরদী শাখা তাকে গ্রেপ্তার করে।
তিনি চংধুপইল ইউনিয়নের ধনঞ্জয়পাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঈশ্বরদী গোয়েন্দা শাখার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. সবুজ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে টিকেট কালোবাজারি চক্রের সদস্য মো. দেলওয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার নিকট থেকে ৩৪ আসন বিশিষ্ট বিভিন্ন রুটের ১৮টি আন্তঃনগর ট্রেনের টিকেট, টিকেট কালোবাজারির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গুড় ব্যবসায়ী ও আব্দুলপুর গুড় আড়ত সমিতির সভাপতি। পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখের আড়ালে অবৈধভাবে ট্রেনের টিকেট কালোবাজারি করে আসছিলেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক গোপাল চন্দ্র কর্মকার বলেন, এ ঘটনায় ১৯৭৪ সালের ২৫/১ ধারার বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ ঈশ্বরদী রেলওয়ে থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য