ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে জেল ও জরিমানা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) দাশুড়িয়ায় পরিচালিত অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ী আজাদুল সরকার (৪১) কে ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিক জরিমানা ও ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা 'খ' সার্কেলের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পি.এম ইমরুল কায়েসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঈশ্বরদী থানা পুলিশ, বাংলাদেশ আনসার এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালত হয়। এসময় দাশুড়িয়া ট্রাফিকমোড় এলাকায় হারুণ সরদারের পুত্র আজাদুল সরদারকে ৫০০ গ্র্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাসহ আটক করা হয়।
দন্ডপ্রাপ্ত আসামীকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য