ক্যান্সার রোগির চিকিৎসা নিয়ে সংঘর্ষে আহত ৭
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ক্যান্সার রোগির চিকিৎসার টাকা নিয়ে সংঘর্ষে আহত ৭ জন আহত হয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি ২০২২) সন্ধ্যায় উপজেলার মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মোমিনপুর গ্রামের খোরশেদ মালিথার ছেলে আহম্মেদ আলী (২৫) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এলাকার লোকজন তার চিকিৎসার সহায়তায় আবেদন করে বিভিন্ন জায়গা থেকে তার মা মুসলিমা খাতুনের (৪০) একাউন্টে জমা করেন। সেই টাকা দিয়ে অসুস্থ আহম্মেদ আলীর উন্নত চিকিৎসা করতে বলা হয়। ‘চিকিৎসা করে ভাল হবে না, মারা তো যাবেই’ তার মামা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল গনির পরামর্শে তার মা ছেলের চিকিৎসায় খরচ করতে অপারগতা প্রকাশ করে।
এ ঘটনাকে কেন্দ্র করে রোববার (২৩ জানুয়ারি ২০২২) সন্ধ্যায় একই গ্রামের আহম্মেদ আলীর মামা আব্দুল গনি ও চাচা আব্দুল খালেক মালিথার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের আব্দুল খালেক মালিথা (৬০), জাহাঙ্গীর আলম (৪৩), জিহাদ (১২), মিঠুন (২২), মোতালেব (৩২), খোরশেদ ও সালমান আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ইট-পাটকেলের আঘাতে তারা আহত হয়েছেন। তাদের সাময়িক চিকিৎসা শেষে হাসপাতলে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ বিষয়ে উভয় পক্ষ অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর ২৮ নভেম্বর অনুষ্ঠিত লালপুর উপজেলার তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল ও সাবেক সদস্য আবদুল গনি মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। তার জেরে বর্তমান ও সাবেক সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে বর্তমান সদস্য কামরুজ্জামান চঞ্চল হামলার জন্য সাবেক সদস্য আবদুল গনি মণ্ডলকে দায়ী করলেও তিনি অভিযোগ অস্বীকার করেন।
সাম্প্রতিক মন্তব্য