logo
news image

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

লালপুর( নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় দুই দিনে ১১ জনের, পন্যে পাটজাত মোড়ক ও পরিবহন আইনে আরো দুই জনের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ জানুয়ারি ২০২২) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাম্মি আক্তার পৃথক অভিযানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে পরিচালিত ভ্রাম্যান আদালতে ৪ টি মামলায় ৪০০ টাকা, পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরো ২টি মামলায়  দুজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে শনিবার (২২ জানুয়ারি ২০২২) উপজেলার গোপালপুর বাজার ও নর্থ বেঙ্গল সুগার মিলস এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাম্মি আক্তার ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি নামানার অপরাধে চারটি মামলায় ৭ জনকে ১ হাজার ৫০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্বাস্থ্যসচেতনতা বাড়াতে প্রচারণা ও মাস্ক বিতরন করা হয়।

সাম্প্রতিক মন্তব্য