logo
news image

বাজার তদারকি অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে চারটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি ২০২২) ওই সব প্রতিষ্ঠানকে জরিমানা করেন নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান তানভীরের আদালত।
মোহাম্মদ মেহেদী হাসান তানভীর বলেন, বৃহস্পতিবার বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক রামকৃষ্ণপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে আকাশ ফার্মেসীকে চার হাজার টাকা, লালপুর বাজারে পন্যের মোড়ক না থাকায় আল্লাহর দান মেশিনারীজকে এক হাজার টাকা এবং আমদানীকৃত পন্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সীল ও মেয়াদ না থাকায় মেধা ভেরাইটিজ সেন্টার ও শুভেচ্ছা সেন্টারকে দুই হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাম্প্রতিক মন্তব্য