logo
news image

বাগাতিপাড়ায় কমরেড আয়েজ উদ্দিন আর নেইবাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কমরেড আয়েজ উদ্দিন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 শনিবার সকালে অসুস্থতা জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।    

পরিবার সূত্রে জানা গেছে, ২০০৬ সালে বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে তিনি  কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে তিনি বাগাতিপাড়া সদর ইউনিয়নের সাধারণ সদস্য  (মেম্বার) ছিলেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর সাবেক সভাপতি এবং বাংলাদেশের  ওয়ার্কার্স পার্টির সদস্য ছিলেন। ২০১৬ সালে হৃদ রোগে আক্রান্ত হওয়ার কিছু দিন পরে স্ট্রোক করলে তাঁর শরীরের বাম অংশ  প্যারালাইজড হয়ে বাড়িতেই ছিলেন তিনি । কিন্তু শনিবার সকালে বেশি অসুস্থ হলে তাঁকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী, মা, তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top