logo
news image

ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ২১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি ২০২২) সন্ধ্যায় উপজেলার ধলা ও গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামসহ উপজেলার ধলা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার পানঘাটা গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. ইমরান হোসেন (৩৮) ও বিলগাছি গ্রামের মো. মকুল হোসেনের ছেলে মো. মামুনুর রশিদ (২৫) নামে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশী করে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (্এসআই) মো. সানোয়ার হোসাইন, এএসআই মো. মেহেদী হাসান ও  মো. সেরাফত আলীর নেতৃত্বে সোমবার বিকেলে উপজেলার গোপালপুর বাজারে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার মহিষখোলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মো. হোসেন আলী (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার শরীর তল্লাশী করে ৭.৫০ গ্রাম ওজনের ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বিক্রি করে আসছেন বলে সাক্ষীদের সামনে তারা স্বীকার করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক)/৪১ ধারায় দুটি পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি ২০২২) আসামীদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য