logo
news image

অজ্ঞান পার্টির খপ্পরে রিকশাচালক

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের মো. সাজুল (৫০) নামের এক রিকশাচালক অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারিয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি ২০২২) রাতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রিকশাচালক মো. সাজুল একটি বাসে ঢাকার সাভার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাকে বাসের মধ্যে বিস্কুটের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ে অজ্ঞান করে উপার্জিত ৫ হাজার টাকা নিয়ে চলে যায়। ওই বাসের লোকজন রাতে বনপাড়া বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে যায়। বাড়ির লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, এখন তিনি শঙ্কামুক্ত। সুস্থতার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য