logo
news image

সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর ডিগ্রী কলেজের গেট ও সীমানা প্রাচীরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি ২০২২) নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মাজেদের সভাপতিত্বে ও শিক্ষক আবদুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্কেন্দার মির্জা, পরিচালনা কমিটির সদস্য খায়রুল বাসার ভাদু, তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
এছাড়াও ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন কুটি, রোকলনুল ইসলাম লুলু, মনোয়ার হোসেন নান্টু, আমিনুল ইসলাম জয়, সোহেল রানা কনকসহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top