logo
news image

সাইবার ট্রাইবুনালে পরশের জামিন মঞ্জুর

লালপুর (নাটোর) প্রতিনিধি
সাইবার ট্রাইবুনালে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ২০২২) ঢাকার সাইবার ট্রাইবুনাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারিক জগলুল হোসেন অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর আদেশ দেন বলে আদালত সূত্রে জানা যায়।
তিনি নাটোরের লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইফুল ইসলাম গিলুর ছেলে।
গত ২০১৮ সালের ১৩ মার্চ পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে ৫৭ (২) ধারায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রমনা মডেল থানায় মামলা দায়ের করে।

সাম্প্রতিক মন্তব্য

Top