logo
news image

ঈশ্বরদীতে আওয়ামী লীগ কার্যালয়ে সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী পালিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
 আওয়ামীলীগের সাবেক সফল সাধারন সম্পাদক ও আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য, সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামে ৩য় মৃত্যুবার্ষিকীতে ঈশ্বরদীতে  উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে  এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 সোমবার  (৩রা জানুয়ারি)  বাদ আছর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপি।

 সভাপতিত্ব করেন উপজেলা  আওয়ামীলীগের সভাপতি  উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু।

 এসময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক আকরাম হোসেন খান.পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, কৃষকলীগের আহ্বায়ক  ফজলুর রহমান  মালিথা, যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা,  জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, আওয়ামী 
লীগ নেতা  জুলমত হায়দার, জুলমত হায়দার-২, কবির আলী হিরু মাষ্টার, কাউন্সিলর জাহাঙ্গির হোসেন, কামাল হোসেন, আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু সাইদ, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানাসহ ছাত্রলীগ, যুবলীগ,নস্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মী,সমর্থক উপস্থিত ছিলেন।  

দোয়া মাহফিলে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য প্রদান করেন।

সাম্প্রতিক মন্তব্য