logo
news image

উদ্বোধনের আগেই ফলক চুরি

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউনিয়নে একটি সড়কের উদ্বোধনের আগেই নামফলক চুরি হয়ে গেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২০২১) স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সড়কটির উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
লালপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুয়ারিয়া থেকে পূর্বপাড়া মসজিদ পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকা করণের কাজে সোমবার সন্ধ্যায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলামের নাম লেখা একটি উদ্বোধনী ফলক স্থাপন করা হয়। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে এসে দেখা যায় ফলক স্তম্ভে সাংসদের নাম লেখা ফলকটি নেই। আয়োজকরা তাৎক্ষণিক একটি কাগজের ব্যানার তৈরি করে এনে সাংসদকে দিয়ে সড়কটির উদ্বোধন করান। স্থানীয়রা জানান, সোমবার রাতের কোনো এক সময় কে বা কারা ফলকটি চুরি করে নিয়ে গেছে।
একই দিনে উপজেলার দুয়ারিয়া, অর্জুনপুর-বরমহাটি ও ওয়ালিয়া ইউনিয়নের চারটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে লালপুর উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস্কেন্দার মির্জা, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী বলেন, ফলকটি উদ্বোধনী স্তম্ভে লাগানোর কয়েক ঘন্টার মধ্যেই সোমবার রাতে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি জানার পর কাগজের লেখা ফলক দিয়ে সড়কটি উদ্বোধন করা হয়েছে।
গোপালপুর পৌর আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে বিষয়টি স্বীকার করে ঘটনার নিন্দা জানান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, ফলক চুরির বিষয়টি তিনি শুনেছেন। আয়োজকদের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ করা হয়নি।
এ ঘটনায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, দায়ী ব্যাক্তিদের শনাক্ত করতে বলা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য