logo
news image

যৌথ অংশীদারিত্বে বাগাতিপাড়ায় ইউএনও পার্কের উদ্বোধন ।

ব্যাক্তি ও উপজেলা প্রশাসনের যৌথ  অংশীদারিত্বে নতুন রুপে ও নতুন সাজে নাটোরের বাগাতিপাড়ায় ইউএনও পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে ফলক উন্মোচন ও ফিতা কাটার মাধ্যমে দ্বিতীয় বারের মতো এই বিনোদন কেন্দ্রের  উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এসময় আরও বক্তব্য দেন ব্যাক্তি অংশীদার হাবিবুর রহমান পলাশ, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, প্রবীন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্টু, ওসি সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এই পার্কের পুরো আয়ের ৭০ ভাগ অংশীদার পলাশ এবং ৩০ ভাগ উপজেলা পরিষদের খাতে জমা হবে। আর সবকিছু রক্ষণা-বেক্ষণ করবেন পলাশ। এর আগে ২০১৬ সালে তৎকালীন ইউএনও খন্দকার ফরহাদ আহমেদ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পার্কটি গড়ে তুলেছিলেন। 

সাম্প্রতিক মন্তব্য