logo
news image

বড়দিনে খ্রীষ্টান বাড়িতে হামলার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে ছাত্রলীগের নেতা বিরুদ্ধে গ্রীষ্টাণ বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধায় উপজেলার ইউনিয়নের চামটা ছিটগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতার নাম আশরাফুল ইসলাম (২৩)। তিনি উপজেলার দীঘইর গ্রামের একাব্বরের পুত্র, জোনাইল ডিগ্রী মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি।

প্রশান্ত রোজারিও বলেন,  শনিবার বড়দিন উপলক্ষে সারাদিন ব্যাপী ধর্মীয় কীর্তন চলছিল। সন্ধার দিকে আশরাফুল ইসলাম দুইজনকে সঙ্গে করে মোটরসাইকেল নিয়ে ছিসগাড়ীতে গ্রামে আসে। তারা পঁাচ হাজার টাকা ও মদ দাবি করে। দিতে না চাইলে গালিগালাজ করে। গালিগালাজ এর একপর্যায়ে লাঠি নিয়ে আমার বসত ঘরের টিনের বেড়া, রান্নাঘরসহ প্রতিবেশী ডব্লিউ রোজারিও বাড়িঘর এবং ইলিয়াস পালমার বাড়িতে হামলা করে তোরণ ভাঙচুর করে।  আমি বাধা দিলে আমাকে মারপিট করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বলেন, আশরাফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হবে।
জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেণ, আমি ঘটনা শুনেছি। আমি তার উপযুক্ত বিচার চাবী করছি।
আশরাফুল ইসলামের ০১৭৪১৭৮৩৩৭৭ নাম্বারটি বন্ধ থাকায় মতামত নেওয়া সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ঘটনা জানান সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top