logo
news image

সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঝালকাঠির সুগন্ধা নদীতে  বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।


শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রসঙ্গত: ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ প্রায় ১০০জন।

সাম্প্রতিক মন্তব্য