logo
news image

আগুনে পুড়ল ১০ একর জমির আখ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলের নিজস্ব ১০ একর জমির আখ আগুনে পুড়ে গেছে। বুধবার (২২ ডিসেম্বর ২০২১) চিনিকল এলাকার সাবজোনের পেছনে এ ঘটনা ঘটে।
লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহম্মদ বলেন, বুধবার দুপুরে আখ ক্ষেতে আগুন দেখে স্থানীয়রা খবর দিলে লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ূন কবীর বলেন, মিলজোনের ১নং সাবজোন এলাকায় আখের জমিতে দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। চিনিকলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া লালপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মিল কর্তৃপক্ষ থানার সাধারণ ডায়েরি করেছেন।

সাম্প্রতিক মন্তব্য