logo
news image

বিয়ে না দেওয়ায় আত্মহত্যার চেষ্টা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ায় অভিমান করে মো. সজিব (১৭) নামে এক কিশোর আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। বুধবার (২২ ডিসেম্বর ২০২১) রাতে রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।
জানা যায়, রামকৃষ্ণপুর গ্রামের কিশোর মো. সজিব একই গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্কে বিয়ে করার প্রস্তাব দেয়। তার বাবা এতে মত না দেওয়ায় অভিমান করে বুধবার রাতে টিপটিন ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাৎক্ষণিক টের পেয়ে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুরুজ্জামান শামীম বলেন, অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য