logo
news image

লাভলী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবি সংস্থা লাভলী ফাউন্ডেশন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর ২০২১) উপজেলার গোপালপুর পৌরসভার শিবপুর গ্রামের আদিবাসীদের মধ্যে কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনেরর সদস্যরা।
কম্বল পেয়ে আদিবাসী শংকর সরদার বলেন, শীতে অনেক কষ্ট পাচ্ছিলেন। লেনী বেটির কম্বলে শান্তিতে ঘুমাতে পারবেন। তাকে সব সময় কাছে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
লাভলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মুর্ত্তজা লিলি বলেন, আমরা সবাই বাংলা মায়ের ঘরের সন্তান। এই শীতে আমাদের কোন ভাই-বোন কষ্ট পাবে তা হয় না। বুকভরা ভালোবাসা ও সহমর্মিতা নিয়ে তাদের পাড়ে দাঁড়াতে এ প্রয়াস অব্যহত থাকবে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য সিলভিয়া পারভিন লেনী বলেন, অসহায় দুস্থদের পাশে সবসময় দাঁড়িয়েছে লাভলী ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতা থেকে শীতের এই তীব্রতায় নিম্নআয়ের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। করোনাকালীন সময় ছাড়াও বিভিন্ন দুর্যোগে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে বাগাতিপাড়ার বকুল স্মৃতি থিয়েটারের কার্যালয়ে সংস্কৃতি কর্মীদের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, থিয়েটারের সভাপতি মোহম্মদ মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নাট্য নির্দেশক দেবাশীষ কণ্ডুসহ সংগঠনের অন্যান্য নাট্যকর্মীরা। এছাড়াও লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার কেশবপুর হাফেজিয়া মাদরাসা, ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল, চংধুপইল ইউনিয়নের নেঙ্গপাড়ায় প্রায় পাঁচ শতাধিক এবং নলডাঙ্গা উপজেলায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে লাভলী ফাউন্ডেশন।

সাম্প্রতিক মন্তব্য

Top