logo
news image

স্বাস্থ্য কমপ্লেক্সে অটো রিকশা চুরি

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি অটো রিকশা চুরি হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর ২০২১) সকালে  উপজেলার রঘুনাথপুর গ্রামের রিকশা চালক ইফতেখার আলম হাসপাতালে রোগী নিয়ে আসেন। অটোটি হাসপাতাল চত্ত্বরে রেখে জরুরী বিভাগে রোগী রেখে ফিরে এসে দেখেন তার অটো রিকশাটি চুরি হয়ে গেছে। এর আগে গত ৩০ অক্টোবর আরেকটি অটোভ্যান হাসপাতাল চত্বর থেকে চুরি হয়।
এ ঘটনায় ইফতেখার আলম বাদি হয়ে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরিকৃত অটো রিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সাহাব উদ্দিন বলেন, হাসপাতাল চত্বরের সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে পড়ে আছে। ক্যামেরা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। মেরামত হলে চুরির প্রকোপ থাকবে না।

সাম্প্রতিক মন্তব্য