logo
news image

লালপুরে মহান বিজয় দিবস উদযাপন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ২০২১) সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কোরআন খানি, আলোচনা সভা, হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস সদস্য, বিএনসিসি, বয়েজ স্কাউটস্, গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সম্মিলিত কুচকাওয়াজ, শরীর চর্চা, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, লালপুর পাবলিক লাইব্রেরি, সকল ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পনসহ নানা কর্মসূচী পালন করে।

সাম্প্রতিক মন্তব্য