দুই কেজি গাঁজাসহ আটক ১
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দুই কেজি গাঁজাসহ মো. শফিকুল ইসলাম (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ ডিসেম্বর ২০২১) দিবাগত রাতে উপজেলার আহমেদপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইউনুস আলী মণ্ডলের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সহকারী পরিদর্শক (এসআই) আব্দুল আলিম, এএসআই শাহ আলম ও রানা মিয়ার নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে দুয়ারিয়া ইউনিয়নের আহমেদপুর দক্ষিণপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের বাড়ি থেকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় লালপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য