logo
news image

গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (১২ ডিসেম্বর ২০২১) রাতে পারিবারিক কলহের জের ধরে মোছা. আলেয়া বেগম (৫০) নামে ওই গৃহবধূ মারা যান। তিনি রামকৃষ্ণপুর গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রোববার রাতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আলেয়া বেগম। পরিবারের লোকজন তাৎক্ষণিক টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুরুজ্জামান শামীম বলেন, চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় আলেয়া বেগম মারা যান।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য