logo
news image

ঈশ্বরদীতে শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় আওয়ামী লীগ এবং ৯টায় প্রেসকাব সংলগ্ন বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা  হয়।




মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রশাসন, ঈশ্বরদী প্রেসক্লাব, ঈশ্বরদী পৌরসভা, বাংলাদেশ শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,  পৌর বিএনপি, ঈশ্বরদী মহিলা কলেজ, সাহিত্য-সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।



উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়াামী লীগের সহ-সভাপতি শ্রমিক নেতা রশিদুল্লাহ, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস প্রমূখ।

উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও পি এম ইমরুল কায়েসের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি শেখ মেহেদী ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডলের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ফজলুর রহমান ফান্টু, সিরাজ উদ্দিন বিশ্বাস, তহুরুল আলম মোল্লাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের নেতৃত্বে প্রেসক্লাবের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জোমসেদ আলী ও সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান রবির নেতৃত্বে শিক্ষক সমিতি এবং ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদের নেতৃত্বে কলেজ শিক্ষকরা পুষ্পস্তবক অর্পণ করেন। 



সাম্প্রতিক মন্তব্য

Top