logo
news image

লালপুরে হত্যাকাণ্ডের আরো ৬ অসামির আত্মসমার্পন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে সরকারী খাস দিঘি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মকলেছুর রহমান হত্যাকাণ্ডের ৬ আসামি আত্মসমার্পন করেছেন। তারা হলেন, ওই গ্রামের মুজাম, সম্রাট, আক্কাস, মেরাজ, রেজাউল ও সাবুল।
সোমবার (৬ ডিসেম্বর ২০২১) বিকেলে তারা আইনজীবীর মাধ্যমে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বেচ্ছায় আত্মসমার্পন করে জামিন আবেদন করেন। আদালতের বিচারিক মো. সুলতান মাহমুদ জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন,  এই হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রধান আসামি বাদশাসহ এ পর্যন্ত ৪১ জন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ১৮ নভেম্বর ২০২১ এলাকাবাসির সাথে মতবিনিময় সভায় নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে সম্প্রীতির ঈশ্বরপাড়া গড়ার প্রতিশ্রুতি দেন। সে লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।
ঈশ্বরপাড়া গ্রামে ১৮ বিঘার খাস দিঘির দখল নিয়ে বাদশাহ ও সাহাবুল দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ২৯ অক্টোবর ভোরে কৃষক মকলেছুর রহমান (৫০) খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ওই দিন ৩৭ জন নামীয়সহ অজ্ঞাতদের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ দিন ধরে বিরোধের জেরে উভয় পক্ষের অন্তত ১৫ জন নারী-পুরুষ পঙ্গু হয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য