logo
news image

ঈশ্বরদীতে জোড়া মাথাওয়ালা শিশু ভূমিষ্ট

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী শহরের আলো জেনারেল হাসপাতালে ভূমিষ্ঠ হলো এক দেহ, তিন পা, চার হাত, দুই মাথাওয়ালা শিশু। তবে শিশুটি নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়ার ১০ মিনিটের মধ্যেই মৃত্যু হয়৷শনিবার  বিকেলে ঈশ্বরদী শহরের বেসরকারি আলো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে । আলো জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মাসুমা আনজুম ডানা বিষয়টি নিশ্চিত করেছেন ।


তিনি জানান, নাটোর জেলার লালপুর উপজেঈশ্বরদী শহরের আলো জেনারেল হাসপাতালে ভূমিষ্ঠ হলো এক দেহ, তিন পা, চার হাত, দুই মাথাওয়ালা শিশু। তবে শিশুটি নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়ার ১০ মিনিটের মধ্যেই মৃত্যু হয়৷শনিবার  বিকেলে ঈশ্বরদী শহরের বেসরকারি আলো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে । আলো জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মাসুমা আনজুম ডানা বিষয়টি নিশ্চিত করেছেন ।লার দূর্গাপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী আছিয়া বেগমের প্রসবের নির্ধারিত তারিখের ৫০ দিন পূর্বেই শিশুটির জন্ম হয়৷ এটি ছিল রবি হোসেনের ও আছিয়া বেগমের তৃতীয় সন্তান । সন্তানটিকে সফলভাবে প্রসব করানো সম্ভব হওয়ায় গৃহবধু আছিয়া বেগমকে বাঁচানো সম্ভব হয়েছে বলে আলো জেনারেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাক্তার শামীম সাংবাদিকদের জানিয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top