লালপুরে এইচএসসি পরীক্ষার্থী ২৩৪৮ জন
লালপুর (নাটোর) প্রতিনিধি
বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্র সচিব ও কেন্দ্র পরিদর্শকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) উপজেলা পরিষদ মিলনায়তন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, কেন্দ্র সচিব লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মাজেদ, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন, মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম ও বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহবাজ আলী।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সভায় সুষ্ঠু পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ বছর উপজেলায় এইচএসসি পরীক্ষায় লালপুর কলেজ কেন্দ্রে ৯০৬ জন ও গোপলপুর কলেজ কেন্দ্রে ৪২১ জন, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষায় মঞ্জিলপুকুর কলেজ কেন্দ্রে ৯১১ জন এবং আলীম পরীক্ষায় বালিতিতা মাদ্রাসা কেন্দ্রে ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
সাম্প্রতিক মন্তব্য