logo
news image

যে মুখে মা-সে মুখে মাদক না

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মাদক বিরোধী সচেনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলার প্রত্যয়ে শিক্ষার্থীরা ‘যে মুখে মা, সে মুখে মাদক না’-শ্লোগানে হাত তুলে অঙ্গীকার করেন। মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে গোপালপুর অনার্স ও ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা এ শপথ নেন।
কলেজের সভা কক্ষে অধ্যক্ষ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন, ড. মাহামুদা পারভীন, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল মাদকমুক্ত সোনার বাংলার মাধ্যমে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ায় ভূমিকা রাখতে শিক্ষার্থীদে আহবান জানান।

সাম্প্রতিক মন্তব্য

Top