জাল ভোট দিতে গিয়ে জেল
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে এক যুবকের ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৮ নভেম্বর ২০২১) চংধুপইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার করিমপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, রোববার বিকেলে করিমপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসলে ওই গ্রামর রওশন আলীর ছেলে মো. রানাকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি বলেন, জাল ভোট দিতে আসা আটক যুবককে ৬ মাসের জেল দেন নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য