logo
news image

লালপুরে বিদ্রোহীদের জয়

ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর)
তৃতীয় ধাপে নাটোরের লালপুরের ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহীরা জয় লাভ করেছে।  রোববার (২৮ নভেম্বর ২০২১) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন বিদ্রোহী, নৌকা প্রতীকে ৩ জন এবং বিএনপির ২ জন প্রার্থী বেসরকারিভাবে জয়ী হন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব জানান, লালপুরে মো. আবু বক্কর সিদ্দিক পলাশ (নৌকা) ৬ হাজার ৮৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মনোয়ার হোসেন নান্টু (ঘোড়া-বিদ্রোহী) পেয়েছেন ৫ হাজার ৭৭৪ ভোট;
ঈশ্বরদীতে মো. আব্দুল আজিজ রঞ্জু (ঘোড়া-বিএনপি) ৬ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আমিনুল ইসলাম জয় (নৌকা) পেয়েছেন ৬ হাজার ১৭০ ভোট।
চংধুপইলে মো. রেজাউল করিম (নৌকা) ১৩ হাজার ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুলাহ আল মামুন অরেঞ্জ (ঘোড়া-বিদ্রোহী) পেয়েছেন ৩ হাজার ৬৪০ ভোট;
আড়বাবে মো. মোকলেসুর রহমান (ঘোড়া-বিদ্রোহী) ৬ হাজার ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ইমদাদুল হক মিলন (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৯১৪ ভোট;
বিলমাড়ীয়াতে মো. ছিদ্দিক আলী মিষ্টু (ঘোড়া-বিএনপি) ৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মিজানুর রহমান মিন্টু (আনারস-বিদ্রোহী) পেয়েছেন ৪ হাজার ৮৫১ ভোট;
দুয়ারিয়াতে মো. নুরুল ইসলাম লাভলু (নৌকা) ৫ হাজার ৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আতাউর রহমান জার্জিস (ঘোড়া-বিদ্রোহী) পেয়েছেন ৪ হাজার ১৬৮ ভোট;
ওয়ালিয়াতে মো. নূরে আলম  সিদ্দিকী আলম (ঘোড়া-বিদ্রোহী) ৯ হাজার ৮৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আনিছুর রহমান (নৌকা) পেয়েছে ৮ হাজার ৩৩৯ ভোট;
দুড়দুড়িয়াতে মো. তোফাজ্জল হোসেন তোফা (আনারস-বিদ্রোহী) ৬ হাজার ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আবুল কালাম আজাদ (ঘোড়া-বিএনপি) পেয়েছেন ৪ হাজার ৪৯৩ ভোট;
অর্জুনপুর-বরমহাটীতে (এবি) মো. গোলাম মোস্তফা আসলাম (আনারস-বিদ্রোহী) ৫ হাজার ৮২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুস সাত্তার (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৯২ ভোট;
কদিমচিলানে মো. আনছারুল ইসলাম (ঘোড়া-বিদ্রোহী) ৮ হাজার ২২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সেলিম রেজা (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৯৭৯ ভোট।
উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২১ জন ও সাধারণ সদস্য পদে ৪১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৫৯৫ জন। নারী ভোটার ১ লাখ ৪০৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ১৯২ জন।

সাম্প্রতিক মন্তব্য

Top