logo
news image

কাটার চেষ্টায় এক কেন্দ্রের ৬৯ ভোট বাতিল

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে নৌকার প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক ভোট কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসন ৬৯টি অবৈধ ভোট বাতিল করেছে। রোববার (২৮ নভেম্বর ২০২১) বেলা সোয়া ১টার দিকে গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রিজাইডিং কর্মকর্তা ও নর্থ বেঙ্গল সুগার মিলের সহকারী ব্যবস্থাপক (সম্প্রসারণ) শাহীন উদ্দিন বলেন, সোয়া ১টার দিকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. আমিনুল ইসলাম জয়ের সাথে তাঁর সমর্থকরা তাৎক্ষণিক ভোট কেন্দ্রের ৪নং কক্ষে প্রবেশ করেন। কোন কিছু বোঝার আগেই সীল ও স্বাক্ষর বিহীন ব্যালট পেপার জোরপূর্বক ভোট কেটে নিয়ে বাক্সে ঢোকানোর চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, ওসি মো. ফজলুর রহমানসহ প্রশাসনের লোকজন আসলে তারা পালিয়ে যায়। এখন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, ব্যালট পেপারে সীল ও স্বাক্ষর না থাকলে তা স্বাভাবিকভাবেই বাতিল বলে গণ্য হবে। এ ঘটনায় ৬৯ ভোট বাতিল করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, নৌকার সমর্থকরা জোরপূর্বক ভোট কেটে নেওয়ার চেষ্টা করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

সাম্প্রতিক মন্তব্য