logo
news image

আস্থায় আনন্দ মুখর ভোট উৎসব

ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর)
তৃতীয় ধাপে নাটোরের লালপুরের ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ নভেম্বর ২০২১) সরেজমিন দেখা যায়, সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। তবে পুরুষ ভোটার চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সকাল সাড়ে ৯টা। একজনের কোলে চড়ে ভোট দেন মজু ফকির (৭৪)। লালপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোট দিয়ে ফেরার সময় তিনি বলেন, অনেক দিন নিজের ভোট নিজে দিতে পারেননি। এবার নিজের ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে, নিজের ভোটটি পছন্দ মতো প্রার্থীকে দেওয়া গেছে।
বিদিরপুর কেন্দ্রের ভোটার সুফিয়া খাতুন (৬৮)। বয়সের ভারে ন্যূজ হয়ে হাঁটেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দিতে পেরেছি। কোনো রকম বিপত্তির মুখে পড়তে হয়নি।
আড়বাব ইউনিয়নের কচুয়া কেন্দ্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা রোদে দাঁড়িয়ে ভোটের উৎসবে মেতেছিলেন। ভোটার নিলাঞ্জনা রানী (২৮) বলেন, কোনো ঝামেলা ছাড়া সবার আগে ভোট দিয়েছেন।
চংধুপইল ইউনিয়নের শোভ কেন্দ্রে আঙুলের কালি দেখিয়ে হাসি মুখে করিমন বেওয়া (৫৭) বলেন, মানুষ লাইনে দাঁড়ানোর আগেই ভোট দিয়ে ফেলেছেন। আর চিন্তা নেই।
আড়বাব প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গৃহবধূ আলেয়া খাতুন (২৭) বলেন, এক মিনিটে ভোট দিয়ে খুশিতে বাড়ি ফিরছেন। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন। এভাবে ভোট দিতে পারবেন, কোনো দিন ভাবতেও পারেননি। নিজের পছন্দমতো প্রার্থীতে ভোট দিয়ে এসেছেন।
প্রতিটি ভোট কেন্দ্রের পাশে টোকেন দিচ্ছেন প্রার্থীদের লোকজন। রিক্সা/ভ্যানে বাড়ি বাড়ি লোক আনা নেওয়া করছেন প্রার্থীরা। বিশেষ করে সদস্য প্রার্থীদের কেন্দ্রে ভোটারদের উপস্থিতির তাগাদা লক্ষ্য করা গেছে।
ভোট উৎসবকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রের পাশে বসেছে অস্থায়ী দোকান। এ যেন আনন্দ মেলা। মজা করে গরম জিলাপী খাচ্ছেন অনেকে। হরেক রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। অনেক কেন্দ্রে মিষ্টির দোকানে ভোটারদের ভিড়। মানুষ হেসেখেলে ভোট দিচ্ছে। ভোটের দিন কেউ কোনো কাজ করে না। কেন্দ্রের বাইরে এসে আড্ডা দেয়। দোকানে নিজে মিষ্টি খান, অন্যদের খাওয়ান।
কেন্দ্রে নির্বাচনের সরঞ্জামাদি শনিবার পাঠানো হলেও নিরাপত্তার স্বার্থে রোববার কেন্দ্র সমূহে ব্যালট পেপার পৌঁছানো হয়। বিলমাড়িয়া ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে ৬টার সময় কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছেছে।
দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আকরাম হোসেন বলেন, সাধারণ মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এটা একটি ভোট উৎসব। সবাই আনন্দের সঙ্গে যার যার ভোটকেন্দ্র ভোট দিয়ে আসছে, খুবই ভালো লাগছে। ভোটগ্রহণ নিয়ে কারও কোনো অভিযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তবে উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ভোট দিতে পেরে মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ফিরেছে।
উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২১ জন ও সাধারণ সদস্য পদে ৪১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৫৯৫ জন। নারী ভোটার ১ লাখ ৪০৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ১৯২ জন।

সাম্প্রতিক মন্তব্য

Top