logo
news image

আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) উপজেলার আড়বাব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার আড়বাব ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. এমদাদুল হক নৌকা প্রতীকের প্রচারণায় তিনটি নির্বাচনী কার্যালয় স্থাপন এবং আওয়ামী লীগের বিদ্রোহী বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আলোকসজ্জা করার অপরাধে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

সাম্প্রতিক মন্তব্য