বিদায় ও বরণ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ নভেম্বর ২০২১) এ উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী অধ্যাপক এহসানুল করিম তুহিন, প্রভাষক মহিদুল ইসলাম, আনোয়ারা খাতুন, সাইফুল ইসলাম, সালমান ফারসী প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
নৃত্য পরিবেশন করেন, কেমি, বর্ষা, লিলি, শাম্মী, শারমিন, লিমা, শম্পা। সঙ্গীত পরিবেশন করেন, সোনালী, মরিয়ম, আশা ও মিতু। শিশু শিল্পী বৈশাখী ও সুরাইয়া। উপস্থাপনা করেন, আফসানা মিমি আশা ও কেমি খাতুন। সার্বিক নির্দেশনায় ছিলেন, আবুল কালাম আজাদ সেন্টু।
সাম্প্রতিক মন্তব্য