logo
news image

পুলিশের উপর হামলার প্রতিবাদে বড়াইগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরে বিএনপি কর্তৃক পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার বনপাড়া পৌর আওয়ামীলীগ ও সকলসহযোগি সংগঠন। সোমবার সন্ধায় একটি বিক্ষোভ মিছিল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে পৌর গেটে সমাবেশে মিলিত হয়।
ভাইসচেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন পৌর মেয়র ও আওয়ামীলীগ সভাপতি কেএম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন, যুবলীগ নেতা কাউন্সিলর মহিত কুমার,  জাহিদুল ইসলাম শাহিন, সেচ্ছাসেবকলীগ সম্পাদক আতিকুর রহমান পিয়াস, ছাত্রলীগনেতা মানিক রায়হান প্রমুখ। উল্লেখ্য, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে পুলিশ-বিএনপি সংঘর্ষ হয়। এসময় বিএনপির হামলায় সদর থানার ওসি, যুগান্তরের জেলা প্রতিনিধিসহ অর্ধশত আহত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top