logo
news image

ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর ২০২১) কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করেন প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে এক বিঘা জমিতে ব্যবহার উপযোগী গম, মসুর, ভুট্টা, সরিষা, খেসারি, পিয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top