logo
news image

নবেসুমিতে খামার দিবস পালন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে উন্নত কলা কৌশল প্রয়োগে মাধ্যমে আগাম আখ রোপনে ফলন বৃদ্ধি বিষয়ে চাষীদের উদ্বুদ্ধ করতে খামার দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর ২০২১) চিনিকলের বীজ বর্ধন খামারে মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর দপ্তরের প্রধান সিপিই কৃষিবিদ দিলীপ কুমার সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওছার, মহাব্যবস্থাপক (কৃষি) মঞ্জুরুল হক, মহাব্যবস্থাপক (খামার) এমদাদুল হক, ডিজিএম সম্প্রসারণ কাওসার আলী সরকার, এসএসিডিও মুহম্মদ কৌশিক আহমেদ প্রমুখ।
এ সময় চাষীরা তাদের উৎপাদিত আখের মূল্য বৃদ্ধির দাবি জানিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। পরে অংশ নেয়া চাষীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন তারা। এ সময় বেশি ফলন পাওয়া জমি পরিদর্শন করে এর কলা কৌশল বর্ণনা করেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক মন্তব্য

Top