প্রেম প্রত্যাখ্যান করায় আত্মহত্যার চেষ্টা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে প্রেম প্রত্যাখ্যান করায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী (১৫) আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। বুধবার (১৭ নভেম্বর ২০২১) রাতে চংধুপইল ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রেমের সম্পর্কে বিয়ের দাবিতে বুধবার রাতে ওই তরুনী ট্রাকের সরকারি চালক মহিষাখোলা গ্রমের প্রেমিক মো. নাহিদের (২০) বাড়িতে অবস্থান নেয়। প্রেমিক তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। খবর পেয়ে মেয়েটির বাবা তাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যায়। মনের দুঃখে ঘরে থাকা বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন তাৎক্ষণিক টের পেয়ে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সে শঙ্কামুক্ত।
ওই ছাত্রীর বাবা বলেন, মেয়ের বিয়েতে সম্মতি না থাকায় তাকে বুঝিয়ে বাড়ি নিয়ে আসেন।
অভিযুক্তের মা সাথী খাতুন বলেন, মেয়ের বয়স না হয় বিয়েতে মত দেওয়া হয়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য