logo
news image

পৌর কমিশনারকে গণপিটুনি

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ধর্ষণের অভিযোগে পৌরসভার এক ওয়ার্ড কমিশনার ও পৌর যুবদলের যুগ্মআহবায়ককে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর ২০২১) রাতে পৌরসভা মহিষাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আবু সাঈদ (৪৫) গোপালপুর পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার ও গোপালপুর বাজারের মৃত আমজাদ হোসেন নান্নু মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে মহিষাখোলা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের সময় আবু সাঈদকে হাতেনাতে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম উপস্থিত থেকে স্থানীয়দের সাথে সমঝোতা করে স্ট্যাম্পে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন তিনি গোপালপুর বাজারে নারীদের দেহ ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ করেন।
অভিযুক্ত আবু সাঈদ বলেন, তাকে ষড়যন্ত্র মূলক মারপিট করা হয়েছে।
গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম বলেন, কমিশনার আবু সাঈদ যে ঘটনা ঘটিয়েছে তা খুবই দুঃখজনক।
গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি বলেন, এ ব্যাপারে তাঁর কোন মন্তব্য নেই।

সাম্প্রতিক মন্তব্য