logo
news image

ইমো হ্যাকিং চক্রের এক প্রতারক গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের মো. লালন আলী (২৫) নামের ইমো হ্যাকিং চক্রের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ নভেম্বর ২০২১) রাতে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৭৯ জন ইমো হ্যাকার আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ  হোসেন ও উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে রোববার রাতে বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে মো. লালন আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হ্যাকিং চক্রের ৯/১০ জন কৌশলে পালিয়ে যায়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেন মো. লালন আলী বলেন, তারা ৯/১০ জনের একটি দল দীর্ঘদিন যাবৎ ইলেক্ট্রনিক ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো হ্যাক করে আসছেন। পরবর্তীতে বিভিন্ন প্রতারণা করে তাদের পরিচিতজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ১৮/২৪/৩৪/৩৫ ধারায় মামলা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরোও বলেন, র‌্যাব-পুলিশের অভিযানে এ পর্যন্ত ৭৯ জন ইমো হ্যাকার আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকা ছেড়ে যারা দেশের বিভিন্ন স্থানে গা-ঢাকা দিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

সাম্প্রতিক মন্তব্য