logo
news image

লালপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৭৮৯ জন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী। রোববার (১৪ নভেম্বর ২০২১) প্রথম দিনে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলায় এসএসসিতে পদার্থ বিজ্ঞান বিষয়ে ২ হাজার ৭৯৪ জন, এসএসসি ভোকেশালে পদার্থ বিজ্ঞান-২ বিষয়ে ৬৮৯ জন এবং দাখিল পরীক্ষায় কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে ৩০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাম্প্রতিক মন্তব্য

Top