স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেড়ার অভিযোগ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এ স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ঝোলানোর সময় বাধা দেওয়া ও মারপিট করে পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চংধুপইল ইউপির কামারহাটি পুকুরপাড়া এলকায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৩ নভেম্বর ২০২১) এ বিষয়ে রিটার্নিং কর্মকতা বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শাহেদ আলী (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অরেঞ্জের ঘোড়া প্রতীকের কর্মী ফারুক হোসেন, মো. টুটুল ও রানা হোসেন কামারহাটি পুকুরপাড়া তিন রাস্তার মোড়ে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দড়ি দিয়ে পোস্টার ঝোলানোর জন্য একটি গাছে বাঁধছিলেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের আরেক পক্ষের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের সমর্থক নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী প্রাপ্ত সরকার, আলামিন হোসেন ও শাহেদ আলী তাদের গালিগালাজ করে পোস্টার খুলে ফেলতে বলেন।
ফারুক হোসেন এ ঘটনার ভিডিও চিত্র ধারনের সময় মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করে পোস্টার ছিঁড়ে ফেলে। ভ্যানে রাখা দেড় হাজার পোস্টার ছিনিয়ে নেয় তারা। ফারুক হোসেনকে গাছে বেঁধে মারধর করে চলে যায়।
এ ঘটনা বিদ্রোহী প্রার্থী অরেঞ্জকে জানালে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতদের সাথে নিয়ে শাহেদ আলীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবইল ফোন উদ্ধার করে।
ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় একজনে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক মন্তব্য