logo
news image

সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের সভা

শাবি প্রতিবেদক।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় কার্যকরী কমিটির প্রথম সভা বিভাগের সেমিনার কক্ষে  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর ২০২১) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.তুলশী কুমার দাস এবং নবনির্বাচিত কমিটির সদস্যবৃদ্ধ।
সংগঠনের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  সুমন্ত ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ড. মোহাম্মদ শামীম খান,  সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম শামীম সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।  
এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. মো. শফিকুর রহমান চৌধুরী সহ সভায় অংশগ্রহণ করেন কমিটির  সহ-সভাপতি মোহাম্মদ মুশাররফ হোসেন, বিধান চন্দ্র দেবনাথ, মো. জাহাঙ্গীর আলম ও খালিদ মনসুর বিপ্লব; যুগ্ম সম্পাদক প্রদীপ চন্দ্র দাস, মো. আবুল কাশেম ও আব্দুর রশিদ খান রাশেদ। এছাড়া কোষাধ্যক্ষ সেলিনা চৌধুরী লিপি, সমাজকল্যাণ সম্পাদক মাজহারুল হক আকন্দ, সহ-সমাজকল্যাণ সম্পাদক নুর মোহাম্মদ রহমত উল্লাহ, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা খান ঊর্মি, শিক্ষা সম্পাদক মো. হাবিবুর রহমান জিয়া, সহ-শিক্ষা সম্পাদক মো. আব্দুস সামাদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুল্লা আল মামুন তালুকদার রাজীব, সহ-প্রচার সম্পাদক তারেক আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. শাহনেওয়াজ, দফতর সম্পাদক নুর জালাল খান শাহানুর, সহ-দফতর সম্পাদক অনন্যা সরকার এবং সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাস। কমিটির নির্বাহী সদস্য মো. মঈন উদ্দীন, কৃত্তিবাস পাল, মো. শফিকুল আলম ছিদ্দিকী, মো. আলাউদ্দিন, হাসিনা ইসলাম লিপি, মাইনুল হাসান সোহেল, জিন্নাত শহীদ পিংকী ও আশিক নুর।

সাম্প্রতিক মন্তব্য

Top