নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর ২০২১) গৌরীপুরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাড়িতে এ অনুষ্ঠান হয়।
বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক মো. মোশারফ হোসনের সভাপতিত্বে ও লালপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হারুনর রশিদ পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্যসচিব মো. রহিম নেওয়াজ। প্রধান বক্তা ছিলেন, মরহুম ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার শিরিন। বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপির মানবাধিকার কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. সাজ্জাদ হোসেন সোহাগ, নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সিজন, লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমান, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম প্রমুখ।
এর আগে মরহুম ফজলুর রহমান পটলের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
গত ২৩ অক্টোবর ২০২১ নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-ঊন-নবী সোহেল।
অবগত না করে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় পদত্যাগ করেন লালপুর উপজেলা কমিটির ৬ জন সদস্য। আর অরাজনৈতিক ও মৃত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের অভিযোগে গোপালপুর পৌর বিএনপির একাংশ অভিযোগে কমিটি বাতিলেরও দাবি জানান। অপর দিকে বাগাতিপাড়ায় আহ্বায়ক কমিটির উপজেলা ও পৌর কমিটিতে দুজন মৃত ব্যক্তির নাম রয়েছে বলে অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন একাংশ।
সাম্প্রতিক মন্তব্য