logo
news image

আওয়ামী লীগের ৯ নেতা বহিষ্কার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আওয়ামী লীগের ৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় তাঁদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
দলীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিদ্রোহী স্বতন্ত্র ৬ জন প্রার্থীকে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তায়েজ উদ্দীন (আনারস), আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (আনারস), আশরাফুল ইসলাম ঝন্টু (মোটরসাইকেল), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (টেবিল ফ্যান), বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসলাম উদ্দীন (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান জার্জিস (ঘোড়া)।
এছাড়া শনিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদ্রোহী প্রার্থীর মদদ দাতা হিসেবে ৩ জনকে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্কান্দার মির্জা, সহপ্রচার সম্পাদক মীর আব্দুল মান্নান ও সদস্য মাজেদুল ইসলাম।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী স্বাক্ষরিত দল থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে
বহিষ্কার আদেশে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ (স্থানীয় সরকার) নির্বাচন-২০২১-এ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর (ক) ও (ঠ) ধারার বিধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল কাদেরের প্রেরিত লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর ২ নভেম্বর ২০২১ ইস্যুকৃত পত্রের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের পদ ও প্রাথমিক সদস্য পদসহ সকল স্তর হতে বহিষ্কার করা হলো।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা ও বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই আদেশ দেওয়া হয়েছে। শনিবার (১৩ নভেম্বর ২০২১) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কারাদেশের কপি মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, বর্ধিত সভা করে প্রার্থীতা প্রত্যাহারের জন্য বিদ্রোহীদের অনুরোধ করা হয়। তা না মানায় দলীয় সিদ্ধান্তকে অবমূল্যায়ন করে শৃঙ্খলা ভেঙ্গে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদ্রোহী প্রার্থীর মদদ দিচ্ছেন পর্যায়ক্রমে তাদের সবাইকে বহিষ্কার করা হবে। দলের অঙ্গসংগঠনের যারা বিদ্রোহী আছেন তাদেরকে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ বহিষ্কারাদেশ পাঠাবেন।

সাম্প্রতিক মন্তব্য

Top