logo
news image

কৃষি সচিবের সাথে মতবিনিময় অনুষ্ঠানে অতিথিরা মানলেন না স্বাস্থ্য বিধি

ঈশ্বরদী (পাবনা)  সংবাদদাতাঃ

সরকারের সকল ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলা হলেও ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা কেউই মানলেন না স্বাস্থ্য বিধি। মঙ্গলবার ( ৯ নভেম্বর) সন্ধ্যায় সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
 সভায় সভাপতিত্ব করেন বিএসআরআই এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন।  প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন বিআরসি'র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ,  বিএআরআই এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বিএমডিএ এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ। অনুষ্ঠানের প্রথম থেকেই সরকারের উচ্চ অতিথিদের মূখে ন্যুনতম মাস্ক ছিলো না। মাস্ক পড়ে অনুষ্ঠান শুরুর বেশ কিছুক্ষণ পরে মঞ্চে আসেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।  

তবে মঞ্চের সামনে উপবিষ্ট দর্শকদের ( বিজ্ঞানী, কর্মকর্তা ও সাংবাদিক) বেশির ভাগের মূখেই মাস্ক দেখা গেছে।  মঞ্চের অতিথিদের স্বাস্থ্য বিধি মেনে মূখে মাস্ক না থাকায় দর্শকদের মাঝে বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা গেছে।

সাম্প্রতিক মন্তব্য