logo
news image

বাগাতিপাড়ায় বিএনপির আহবায়ক কমিটিতে স্থান পেয়েছে একাধিক মৃত ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক 
সদ্য দেওয়া বিএনপির আহ্বায়ক কমিটির নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ও পৌর কমিটিতে মৃত ব্যাক্তিদের নাম থাকার অভিযোগ উঠেছে। এছাড়া একাধিক ব্যক্তির নাম ও ঠিকানা ভুল থাকায় দলের নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে একধরনের মিশ্র প্রতিক্রিয়া । দলীয় সূত্র জানিয়েছে, গত ২৩ অক্টোবর জেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আমিনুল হক এবং সদস্য সচিব রহিম নেওয়াজ এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল বাগাতিপাড়ার উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে স্বাক্ষর করেন। পরে সেই চিঠি গত ৩০ অক্টোবর নাটোরের দলীয় কার্যালয় থেকে বাগাতিপাড়া উপজেলা ও পৌর এলাকার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করা হয়। ওই কমিটিতে পৌর মেয়র মো. মোশাররফ হোসেনকে আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমানকে সদস্য সচিব করে উপজেলা বিএনপির কমিটি এবং পৌর বিএনপির কমিটিতে মো. আমিরুল ইসলাম জামালকে আহ্বায়ক ও মো. মাইনুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। সেই উপজেলা কমিটির তালিকায় থাকা ২৫ নাম্বার সদস্য আজিজুল হক এবং পৌর কমিটির ৩১ নাম্বার সদস্য আহাদ আলী কয়েক মাস আগেই মৃত্যু বরন করেছেন বলে অভিযোগ উঠেছে।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নবগঠিত কমিটিতে থাকা যুগ্মআহবায়ক মোঃ লেলিন। তিনি আরও বলেন, এই ঘোষিত কমিটিতে অনেক নাম এবং ঠিকানাও ভুল রয়েছে। পৌর কমিটির ৩১ নাম্বার সদস্য মৃত আহাদ আলীর ছেলে মেহেদী হাসান বলেন, তাঁর বাবা গত ২০১৯ সালে মারা গিয়েছেন। মৃত সদস্য আজিজুল হকের ছোট ভাই হাফিজুল ইসলাম বলেন, তাঁর বড় ভাই চলতি বছরের ফেব্রুয়ারী মাসে মৃত্যু বরন করেছেন। সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, সদ্য ঘোষিত এই উপজেলা ও পৌর আহবায়ক কমিটির তালিকা অনেক আগে পাঠানো ছিল। পরে উনারা দুই জন মারা গিয়েছেন। কিছু দিন পরেই পূর্ণাঙ্গ কমিটি হবে। সেখানে এই ভুল গুলো থাকবেনা। জেলা কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, কমিটির তালিকা গুলো উপজেলার নেতাকর্মীদের পাঠানো ছিল। তবে যদি কোনো ভুল হয়ে থাকে তা সংশোধন করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top