লালপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজন-সদস্য সচিব পাপ্পু
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের ছেলে ডা. মো. ইয়াসির আরশাদ রাজনকে আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পুকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত ২৩ অক্টোবর ২০২১ নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল।
কমিটির যুগ্ম আহবায়ক হলেন, আরিফুল ইসলাম, গোলাম মোস্তফা নান্নু, সিদ্দিক আলী মিষ্টু, আবুল কালাম, বুলবুল আহমেদ, আশরাফুল আলম লুলু, হামিদুর রহমান বাবু ও মোসা. সামছুন্নাহার পারুল।
কমিটির সদস্যরা হলেন, সাবেক অধ্যক্ষ কামরুন নাহার শিরিন, মওলানা হাজী নাসির উদ্দিন, মো. মকছেদ আলী কবিরাজ, মো. আলাউদ্দিন, এড. আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা, মো. ইসমাইল হোসেন, এড. মো. মোখলেছুর রহমান, মো. আ. খালেক, মো. তাহমিদুর রহমান, মো. আ. হাকিম, আবুল হোসেন, মো. আবু হাসান হাশেম, মো. হায়দার আলী, বেলাল হোসেন, ইয়াছিন আলী, মো. আব্দুল আজিজ, আবুল কাশেম, আবেদ আলী মন্ডল, মো. আমিনুর রহমান মতি, মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল আজিজ রঞ্জু, মো. জামাল হোসেন, মো. জিল্লুর রহমান জুলহাস, ওয়াহেদুজ্জামান সরকার, ডা. মো. রফিকুল ইসলাম, এড. ফিরোজ আহমেদ, আমিনুল ইসলাম টমি, মো. আব্দুল বারী, মো. আব্দুল মান্নান, মো. আনোয়ারুল হক, সাজেদুল ইসলাম হলুদ, মো. আলাউদ্দিন, আজাদুল ইসলাম মাস্টার, সাইদুজ্জামান লিটন, মনসুর রহমান, আনোয়ার হোসেন মেম্বার, আনিছুর রহমান আনিস, কাজী আব্দুল আজিজ, মাঈনুল হোসেন বিপ্লব, শরিফা বেগম, আফরোজা বেগম মেম্বার, মো. বদরুল আমিন, মো. হাসান আলী, আব্দুল হাই, মো. আলী আকবর, সাখাওয়াত হোসেন, রবিউল ইসলাম রবি, মকবুল হোসেন, আব্দুল মতিন, আনোয়ার হোসেন আসলাম ও মোশারফ হােসেন পিয়াল।
নতুন সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু বলেন, শনিবার (৩০ অক্টোবর ২০২১) রাতে কমিটির অনুমোদনের কপি হাতে পেয়েছেন। কমিটির অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ হোসেন দেওয়ান শাহিন, বিএনপি’র মানবাধিকার কমিটির সদস্য আইনজীবী ফারজানা শারমিন পুতুলকে কৃতজ্ঞতা জানান। নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।
সাম্প্রতিক মন্তব্য